সুলতানা খান দিনার কবিতা-বনানীর আর্তনাদ

বনানীর আর্তনাদ অঝোর কন্ঠে
বুক ফাটা চিৎকারে কেদেছে মন
ভয়াবহ আগুনের দুর্বিসহ জ্বালা
বাঁচার আকুতি জীবনপন চেষ্টা।
হৃদয়টা যেন মৃত্যুর আগেই শেষ
কত স্বাদ যে জাগে বাচার জন্য।
জীবন্ত প্রাণগুলো নিমিষেই শেষ
কি যে আহাজারি উঠে বাতাসে।
কষ্টে আমার বুক আহাজারিতে
মনচায় সবাইকে বাঁচিয়ে আনি।
গগনবিদারী কন্ঠে বাঁচাও বাঁচাও
কি যে যন্ত্রণা সহিতে না পারে।
বাঁচার যে কত মিনতি করলো
শুনে আমিও কেঁদেছি অঝোরে।
কত যন্ত্রণা সয়েছো মৃত্যুপথিক
মন চেয়েছিলো কারো মৃত্যু নয়।
বিধাতার খেলা বুঝা বড় দায়
মৃত্যু কখন আসে কে বলে ভাই।
করুন মৃত্যু অসহনীয় যন্ত্রণায়
সবার জন্য দোয়া আল্লাহ সহায়।
বাংলাদেশ