সুনামগঞ্জে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন মিছিল সমাবেশ

নিজস্ব প্রতিবেদকম সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র তালুকদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ফুঁসে উঠেছে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
আজ সোমবার প্রতিবাদে মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, রবিবার (৩১শে মার্চ) সকাল থেকে আকাশ ছিল অন্ধকার মেঘাচ্ছন্ন কখনো কখনো প্রকৃতি মেতে উঠেছিল ঝড়ো হাওয়ার তান্ডব লীলা ও শিলা বৃষ্টিতে এমনি রাতের আনুমানিক ৭ টায় মধ্যনগর বাজার থেকে গ্রামের বাড়ি সম্পদপুর ফেরার পথে পরিকল্পিতভাবে কালিমন্দির পাশে ওৎ পেতে থাকা একদল দুষ্কৃতিকারী হত্যা করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে রাতের আঁধারে এলোপাথাড়ি কুপিয়েছে। হত্যা করার উদ্দেশে এমনিটি করা হয়েছে, মাটিতে লুটিয়ে পরার পর মৃত্যু হয়েছে ভেবে দুষ্কৃতিকারীরা ফেলে রেখে চলে যায়। একেই গ্রামের চঞ্চল মেম্বার ও আহত শিক্ষক এর কাকাতো ভাই গোপেশ তালুকদার মধ্যনগর থেকে বাড়ি ফেরার পথে কালীমন্দির পাশে একজন কে পরে থাকতে দেখে এগিয়ে গিয়ে আহত স্কুল শিক্ষক দেখতে পায়। গতকাল রাতেই আহত শিক্ষক কে ময়মনসিংহ চরপাড়া মেডিকেল হাসপাতালে নেওয়া হলে, দ্বায়িত্বরত চিকিসৎকরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরার্মশ দেন, বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
আজ সোমবার সকাল থেকেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই সন্ত্রাসী হামলার প্রতিবাদের মানবন্ধন ও মিছিল করে এবং সন্ত্রাসীর কর্মকান্ডের সাথে জড়িতদের বিচার দাবী করে।
শীর্ষ খবর