সাতক্ষীরায় মাদকের বিরোধী বিজিবির র্যালি সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি: সমাজের শত্রু মাদক ব্যবহার বেচাকেনা ও চোরাচালান বন্ধে সকলকে কাজ করার আহবান জানিয়ে সাতক্ষীরায় বিজিবির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ’। পড়ুন>>>সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে মুক্তিযদ্ধের পুত্রকে তুলে নেয়ার এক সপ্তাহেও খোঁজ মেলেনি
বৃহস্পতিবার সকালে শহরের হাসপাতাল মোড় থেকে শুরু হওয়া র্যালির নেতৃত্ব দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারমান ডা. আফম রুহুল হক এমপি বলেন মাদক নির্মূল না করতে পারলে সমাজ দিন দিন ক্ষতিগস্থ হবে। মাদক ব্যবহার ও মাদক পাচারে সরকারের জিরো টলারেন্স নীতির উল্লেখ করে তিনি বলেন এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
র্যালি পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল আরশাদুজ্জামান, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, ৩৩ বাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার, ১৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোস্তফা আসাদ ইকবাল , অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতমিস, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমূখ।