সরে বসতে বলার কারণে যশোরে যুবককে ছুরিকাঘাত করলো দুই দুর্বৃত্ত

এবিসি নিউজ: যশোরে তুষার আহম্মেদ (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে জখম করেছে দুই দুর্বৃত্ত। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকালে শহরের বেজপাড়া গুলগোল্লা মোড়ে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার তালতলা মোড়ের মৃত তারা মিয়ার ছেলে। তিনি ঢাকার একটি ফ্যাক্টারিতে চাকরি করেন।
আহত তুষার জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে শুক্রবার তিনি ঢাকা থেকে যশোরে আসেন। সোমবার বিকালে বাড়ি থেকে এলাকার গুলগোল্লা মোড়ে একটি চায়ের দোকানে যান। এ সময় সেখানে বসা ভাংড়ি লিটন ও বাপ্পাকে একটু সরে বসতে বললে তারা চড়াও হয়। একপর্যায়ে লিটন ও বাপ্পা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড জানিয়েছেন, আহতের হাত, বুক ও পিঠে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে।