শালিখায় মাঠ দিবস ও রিভিউ ডিসকাসন অনুষ্ঠিত

শালিখা (মাগুরা) প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শালিখার আয়োজনে মঙ্গলবার কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় এসএমই ব্লক প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাসন অনুষ্ঠিত হয়েছে।
শতখালীর বিল্লাল হোসেনের বাড়ির আঙ্গীনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি মাগুরার উপপরিচালক কৃষিবিদ জাহিদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার সোহরাব হোসেন, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ ওয়াহিদুজ্জামান, কৃষি প্রকৌশলী জয়দেব সাহা, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা সুলতানা। বক্তব্য রাখেন এসএএও আসাদুজ্জামান, কৃষক আলহাজ্জ আঃ মান্নান শিকদার ও অমর দাস।