শার্শায় ওবায়দুল কাদেরের সুস্থতায় দোয়া অনুষ্ঠান

*উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করবে, তাদের স্থান বাংলাদেশে হবে না-এমপি আফিল উদ্দিন
.শার্শা সংবাদদাতা: যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, ওবায়দুল কাদের এমপি বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল একটি বট বৃক্ষ। যার ছায়াতলে কেউ যদি শীতল হতে না পারেন, তাহলে তার মতো হতভাগা এই সুন্দর বাংলাদেশে আর একটিও নেই।
আরও পড়ুন>>>যশোরে নিখোঁজ শিশু ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার
সোমবার সকালে শার্শা বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ওবায়দুল কাদের এমপি’র সুস্থতা কামনা ও ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে শার্শায় আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান এবং আলেয়া ফেরদৌসের মনোনয়নপত্র জমাদান উপলক্ষে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন তিনি।
আরও পড়ুন>>>সাতক্ষীরায় ১১দিন ব্যাপী বই মেলার উদ্বোধন ৭ মার্চ
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামানের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বিশাল সংগঠন বলেই পদপদবী নিয়ে দলের মধ্যে একটু আধটু মনোমালিন্য থাকতেই পারে। তাই বলে দলের বিপক্ষে গিয়ে বাজে কথা বলা ঠিক না। ইতিমধ্যে যারা বাইরে ছুট মেরেছেন তারা এখন আর গাছে গাছে ঝুলছেন না। মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মডেল হিসেবে আজ সারাবিশ্বে প্রশংসা কুড়িয়েছেন। আর সেই উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চাইবেন তাদের স্থান বাংলাদেশে হবে না।
আরও পড়ুন>>>মাগুরার মুহম্মদপুরে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
এসময় সাংসদ শেখ আফিল উদ্দিন আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে যারা নিজেদের ভুল বুঝতে পেরে নৌকার ভোট করে উন্নয়নের সুরে সুর মিলিয়েছেন, তাদের সাথে কেউ খারাপ আচরণ করবেন না। কারণ তারা উন্নয়নের পূজারী। যদি কেউ তাদের সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে বুঝব আপনারা আওয়ামী লীগের কেউ না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা সকলে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নত সমৃদ্ধময় বাংলাদেশ গড়ব এটাই হোক আজকের দিনের অঙ্গীকার।
আরও পড়ুন>>>বাগেরহাটের ৯ উপজেলায় ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ সালেহ আহমেদ মিন্টু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সসম্পাদক আসিফ-উদ-দৌলা অলোক, স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বাগ আঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, গোগা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ, পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান, সাবেক চেয়ারম্যান গফফার সরদার, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম, সাবেক চেয়ারম্যান কামাল হোসেন, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শার্শা উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদক, নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন>>>নৌকার বিরুদ্ধে লড়তে মোরেলগঞ্জে দলীয় ইউপি চেয়ারম্যানের পদত্যাগ
অনুষ্ঠান শেষে একইদিন বেলা ১২ টার পরে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা রিটার্নি কর্মকর্তা কামরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন চেয়ারম্যান প্রার্থী সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান এবং আলেয়া ফেরদৌস।
খুলনা বিভাগ