রামপালে গ্রাম আদালতের সেবা বিষয়ক সচেতনতামূলক র্যালি

নিজস্ব সংবাদদাতা, রামপাল (বাগেরহাট): আজ ৩ এপ্রিল রামপাল উপজেলার ৪ নং রামপাল সদর ইউনিয়ন পরিষদের নিজস্ব উদ্যোগে গ্রাম আদালতের সেবা বিষয়ক সচেতনতা মুলক র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে ঝনঝনিয়া বাজারে প্রদক্ষিণ করে আবার ইউনিয়নে ফিরে আসে। র্যালি প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জামিল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান নিতিশ চন্দ্র রায়, সচিব তপন কুমার ব্যাপারী, ইউপি সদস্য জোসনা খাতুন, শার্লিমা আক্তার উর্মি, হোসনে আরা, কবির উদ্দিন, শিক্ষক, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত গন্যমান্য ব্যক্তি, গ্রাম পুলিশ ও সাধারণ নারী-পুরুষসহ প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন।এছাড়াও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্লের উপজেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম ও গ্রাম আদালত সহকারী মীর শাহাজামাল উপস্থিত ছিলেন। র্যালি শেষে চেয়ারম্যান সকলের উদেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, গ্রামের ছোট -খাটো বিরোধ গুলো যেন স্থানীয় ভাবে আইনী কাঠামোর মাধ্যমে নিষ্পত্তি করা যায় তার জন্য সরকার গ্রাম আদালতের একটি প্রকল্প চালু করেছে। গ্রাম আদালতের এই সেবা ও সুবিধা সম্পর্কে এলাকার সাধারণ মানুষকে জানানোর জন্য এই আয়োজন। তিনি গ্রাম আদালতের সেবার তথ্য এলাকার জনগনকে জানানোর অনুরোধ করেন।
খুলনা বিভাগ