রাত পোহালে বাগেরহাটের ৯ উপজেলায় নির্বাচন:সদরে ইভিএমে

বাগেরহাট সংবাদদাতা: পঞ্চম ধাপে বাগেরহাটের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট আজ ৩১ মার্চ রোববার। জেলার ৯ উপজেলায় ৪৬৮ কেন্দ্রে ১১ লাখ ১০ হাজার ভোটারের ভোট গ্রহণের জন্য ৫ হাজারের অধিক প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ করেছেন নির্বাচন কমিশন।
বাগেরহাট পুলিশ অফিস থেকে জানা যায়, বাগেরহাটে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ করতে ৫ হাজার ৬১০ জন আনসার সদস্য, ১ হাজার ৫৪০ জন পুলিশ, ২৫ প্লাটুন বিজিবি, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্বে থাকবেন। র্যাপিড একশন ব্যাটালিয়ান র্যাবের ১৮ টি টিম পৃথকভাবে টহল দিবে। বাগেরহাটের সদর উপজেলায় এবার ইউভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। পড়ুন>>>কাল রোববার যশোরের ৮টি উপজেলার মধ্যে ৭টিতে ভোট
যদিও এ উপজেলায় শুধু পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ইতোমধ্যে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
সদরে ইভিএম পদ্ধতিতে প্রথম নির্বাচন হওয়ায় এ নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে দেয়া হবে না বলে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম প্রিজাইডিং অফিসারদের ইভিএম প্রশিক্ষণ সমাপনীতে বলে গেছেন।
খুলনা বিভাগ