রাত পোহালে ১১৬ উপজেলা পরিষদের ভোট

এবিসি নিউজ: আজ ১৮ মার্চ সোমবার সারাদেশে ১৬টি জেলার ১১৬টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন চলবে ভোটগ্রহণ।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনকে ঘিরে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন উপলক্ষে আগামীকাল সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গতকাল রবিবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সংবাদমাধ্যমকে বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাচনে কোনও ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এ ব্যাপারে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেয়া হয়েছে।’
আরো পড়ুন>>উপজেলা ভোট>যশোরের বাঘারপাড়ায় উৎসবের আমেজ
ইসি সূত্র জানিয়েছে, এই ১১৬টি উপজেলায় মোট ভোটকেন্দ্র ৭ হাজার ৩৯টি, ভোটার ১ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬ জন।
এদিকে সোমবারের ভোটকে সামনে রেখে শনিবার মধ্যরাত থেকেই উল্লিখিত ১১৬ উপজেলায় সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ করা হয়েছে।
দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় নির্বাচনকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। যদিও বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না।
নির্বাচন কমিশনের দেয়া তথ্য মোতাবেক, দ্বিতীয় ধাপে ১ হাজার ৩১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেখানে চেয়ারম্যান পদে ৩৭৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৩৯ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৯৪ জন ভোটে লড়বেন।
এর আগে গত ১০ মার্চ প্রথম ধাপে দেশের ৭৮ উপজেলায় ভোটগ্রহণ হয়। যেখানে ভোট পড়ে ৪৩ শতাংশ।