রাতে খেতে বসা কৃষককে ডেকে নিয়ে খুন

জামালপুর সংবাদদাতা:জামালপুরের মেলান্দহ উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করলো এক কৃষককে। সোমবার রাতে রেখিরপাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহত হতভাগা ভুলু (৩৫) ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া গ্রামের মৃত আব্দুই হাইয়ের ছেলে।
মেলান্দহ থানার ওসি গাজী সাখাওয়াত হোসেন পরিবারের বরাত দিয়ে বলেন, রাত পৌনে ৮টার দিকে ভুলু বাড়িতে ভাত খাচ্ছিলেন। এ সময় কয়েকজন লোক তাকে ডেকে নিয়ে যায়।
“এর আধাঘণ্টা পর বাড়ির পাশে তার লাশ পাওয়া যায়। ভুলুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”
ওসি বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে।
তবে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়েছিল তা জানা যায়নি।
স্থানীয়রা বলছেন, দিন শেষে খাবার খেতে বসা কৃষককে ডেকে হত্যা মেনে নেয়া যায় না। তারা দ্রুত খুনি গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।
ময়মনসিংহ বিভাগ