রংপুরে হাসপাতালে আগুন

রংপুর প্রতিনিধি: রংপুর সদর হাসপাতালের ষ্টাফ কোয়াটারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পরিত্যক্ত ভবনে বসবাসরত দ্বিতীয়তলার ব্লকে আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় লাখ টাকার মালামাল।
আজ ১৭ মার্চ রবিবার বেলা সাড়ে তিনটার দিকে এ আগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।
রংপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
রংপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালে সাধ্য মতো তার প্রতিবাদ করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্যায়ভাবে চাপিয়ে দেয়া মূল্যবৃদ্ধি মেনে নেয়া হবে না।
আজ রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আজ দেশে প্রায় একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছে। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র নেই। এমন একটি অবস্থায় আমরা স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।
আরো পড়ুন >>>মোরেলগঞ্জে আড়াই মাসের শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধার
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ