যশোরে স্ত্রীর হাতে প্রহৃত বিজিবি সদস্যের থানায় মামলা

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:13 PM, 25 March 2019

>>>প্রহৃত সামিউল দিনাজপুরের চিরির বন্দর উপজেলার মথুরাপুর গ্রামের বান্দিা
এবিসি নিউজ: যশোরে স্ত্রীর মারপিটের শিকার হয়ে সামিউল বাসির (৩১) নামে এক বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য থানায় অভিযোগ দায়ের করেছেন। আজ ২৫ মার্চ (সোমবার) দুপুরে যশোরের উপশহরে এঘটনা ঘটে। পরে তিনি বাদী হয়ে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন।

সামিউল দিনাজপুরের চিরির বন্দর উপজেলার মথুরাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ৪৫ ব্যাটালিয়ন (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি’র রাঙ্গামাটি জেলার বরকলে কর্মরত আছেন। অভিযুক্ত স্ত্রী সাদিয়া আফরিন যশোরের উপশহর ১৩৬ ই-ব্লকের ওসমান গণির মেয়ে। অপর আসামি সাদিয়া আফরিনের মা রুবিনা ইয়াসমিন।
সামিউল বাসির থানায় অভিযোগ করে বলেছেন, ২০১৫ সালের ২০ ডিসেম্বর যশোরের উপশহরের ১৩৬ নম্বর বাড়ির ওসমান গণির মেয়ে সাদিয়া আফরিনকে বিয়ে করেন। ২০১৬ সালের ২০ জুন সাদিয়া আফরিন একটি মেয়ে সন্তানের জন্ম দেন। মাত্র ৬ মাস বিয়ের বয়সে মেয়ের জন্মের ঘটনায় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এক পর্যায়ে সামিউল বাসির বাদী হয়ে দিনাজপুর সহকারী জজ আদালতে গত বছরের ২৫ নভেম্বর মামলা দায়ের করেন। এতে তাদের দাম্পত্য জীবনে আরো বেশি করে মতবিরোধ দেখা দেয়। সামিউল রাঙ্গামাটিতে চাকরি করাকালীন সম্প্রতি স্ত্রী সাদিয়া আফরিন অসুস্থ্য হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তাকে মোবাইল ফোনে তার অধিনায়ককে অবগত করা হয়। সে কারণে সামিউল বাসির ছুটি নিয়ে গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসেন। কিন্তু হাসপাতালের গেটে পৌছানো মাত্র তার স্ত্রী ছাড়পত্র নিয়ে এসে স্বামীকে জোর করে তার পিতার বাড়ি উপশহরে নিয়ে যায়। এরপর তাকে এলোপাতাড়িভাবে মারপিট শুরু করে কাছে থাকা টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাকে আটক করে রাখে। পরবর্তীতে সামিউল কোতোয়ালি থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করেন। পুলিশ তাকে উদ্ধার করে।
হামলা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ

রংপুর বিভাগ

আপনার মতামত লিখুন :