শাহীন চাকলাদের মনোনয়নপত্র সংগ্রহ:শহরে আনন্দ মিছিল

এবিসি নিউজ: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে শাহীন চাকলারদারের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অন্যদিকে শাহীন চাকলাদার দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল হয়েছে।
আজ রবিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা হুসাইন শওকতের কাছ থেকে যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
শুক্রবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ড শাহীন চাকলাদারকে যশোর সদর উপজেলা নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেয়।
আরও পড়ুন>>> জীবন শঙ্কায় ওবায়দুল কাদের
আগামী ৩১ মার্চ যশোরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ। মনোনয়নপত্র বাছাই ৬ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ।
এদিকে শাহীন চাকলাদার দলীয় মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল করেছেন। আনন্দ মিছিল থেকে শাহীন চাকলাদারকে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।
শনিবার বিকালে শহরের ঈদগাঁ ময়দান থেকে এই আনন্দ মিছিল বের করেন কয়েক হাজার নেতাকর্মী। পরে দড়াটানা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বক্তারা আগামী ৩১ মার্চ উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী শাহীন চাকলাদারকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
এসময় ঢোল, বাঁশিসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা উৎসব করেন। এক পর্যায়ে ময়দান ভরে যায়। পরে জেলা আওয়ামী লীগের ব্যানারে শহরে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দড়াটানা দিয়ে চিত্রা মোড় হয়ে বড় বাজারের মধ্য দিয়ে দড়াটানায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।
এ সময় উল্লেখ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী আব্দুল কাদের, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া পারভীন ডলি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এমএ বাশার, উপ-প্রচার সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, সদস্য আমিরুল ইসলাম রন্টু, এহসানুর রহমান লিটু, শাহারুল ইসলাম, গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, মশিয়ার রহমান সাগর, কবিরুল আলম, সফিউদ্দীন অরুন, কাজী দেলোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোহাম্মদ খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী শহিদুল ইসলাম শাহিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এসএম ইউসুফ সাঈদ,জেলা মহিলা লীগের সভাপতি নূর জাহান ইসলাম নীরা, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিচুর রহমান, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজনীন নাহার আলমগীর, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজাহার হোসেন স্বপন, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি জবেদ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, যশোর পৌরসভার কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুস্তাক, সন্তোষ দত্ত, হাজী সুমন, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি কাউন্সিলর নাসিমা আক্তার জলি, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, সাবেক সহ-সভাপতি নিয়ামত উল্যাহ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান কবির শিপলু, সভাপতি রওশন ইকবাল শাহী, সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসাদ, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক এমএম রবিউল ইসলাম, যুগ্ম-আহবায়ক তসলিমুজ্জামান আকাশ, মোমেল হোসেন, পৌর ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি, সদর উপজেলা যুব মহিলা লীহের শাখার যুগ্ম-আহবায়ক শেখ সাদিয়া মৌরিন, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার মারুফ হুসাইন ইকবাল, এমএম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান প্রমুখ
খুলনা বিভাগ