যশোরে র‌্যাব-পুলিশের হাতে মাদকসহ দুই বিক্রেতা আটক

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:09 PM, 07 March 2019

এবিসি নিউজ: পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে যশোরে দুই মাদককারবারীকে আটক  হয়েছে। তাদের কাছ থেকে সাড়ে ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও দেড় কেজি গাঁজা উদ্ধারের দাবি করা হয়েছে। আটককৃতরা হলো, শহরের পুরাতন কসবার মুন্সি সাহাবুদ্দিনের ছেলে আারিফুল ইসলাম শাওন ও সদর উপজেলার কামালপুর গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে আজগর আলী। পড়ুন>>>যশোরে জাগরণীচক্রের….
কোতোয়ালি মডেল থানার এসআই ইকবাল মাহমুদ জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের সাতক্ষীরা ঘোষ ডেয়ারির সামনে থেকে আরিফুল ইসলাম শাওনকে সন্দেহমূলক আটক করা হয়। পরে তার কাছে থাকা ৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার কামালপুর গ্রামে নিজ বাড়ি থেকে আজগর আলীকে আটক করে। পরে তার দেখানো মতে ঘরের মধ্যে থেকে এক কেজি ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় পৃথক দু’টি মামলা করা হয়েছে। একইদিন তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :