যশোরে নিখোঁজ শিশু ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:49 PM, 04 March 2019

এবিসি নিউজ: যশোরে নিখোঁজ দ্বিতীয় শ্রেণীর শিশুছাত্রীকে পাওয়া গেল ঠিকই কিন্তু জীবিত অবস্থায় না। সোমবার সন্ধ্যার দিকে তৃষার (৮) বস্তাবন্দি লাশ উদ্ধার হয়েছে শহরের খোলাডাঙ্গা এলাকা থেকে। রোববার বিকালে ওই ছাত্রী নিখোঁজ হয়।

নিহত তৃষা শহরের খোলাডাঙ্গা এলাকার তরিকুল ইসলামের মেয়ে ও কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

নিহত তৃষার পিতা তরিকুল ইসলাম জানান, রোবার বিকেলে আরবি পড়ে বাসায় ফেরে তার শিশু মেয়ে তৃষা। এরপর খেলতে বের হয়ে আর ফিরে আসেনি। গত ২৪ ঘন্টায় তার খোঁজে মাইকিং করা হয়। আত্মীয়-স্বজন সবখানে খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি। সোমবার সন্ধ্যায় এলাকার ডোবায় তার বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়। খবর শুনে পুলিশ সেখানে যায়।

আরও পড়ুন>>>মাগুরায় আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

কোতয়ালি থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানান, সন্ধ্যা ৭টার দিকে শহরের খোলাডাঙ্গার একটি ডোবা থেকে শিশু তৃশার হাত পা বাধা বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। পরে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ তবে কি কারণে কারা হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের ধারণা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ পুতে রেখে খুনি পার পাওয়ার চেষ্টা করছিল। তবে পুলিশ বলছে, খুনির পার পাওয়ার সুযোগ নেই। দ্রুতই গ্রেফতারের খবর পাবেন।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :