যশোরে নারী মাদক বিক্রেতার কারাদন্ড

এবিসি নিউজ: যশোরে বেবী নামে এক মাদক বিক্রেতার ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক শেখ মোহাম্মদ ফারুক হোসেন এই রায় দেন। সাজাপ্রাপ্ত বেবী চাঁচড়া রায়পাড়া তুলাতলা এলাকার মোহাম্মদ সামসুর রহমানের স্ত্রী।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২১ মে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বেবীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে ২৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেন। ওই ঘটনায় ডিবি পুলিশের এএস আই শফিকুল ইসলাম বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
আজ ২০ মার্চ (বুধবার) এ মামলায় তাকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরো ৩ মাসের কারাদন্ড দেয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি এসএম বদরুজ্জামান পলাশ।