যশোরে ধর্ষণ মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:49 PM, 06 March 2019

এবিসি ডেস্ক: অভয়গরের ভুগিলহাট গ্রামের দিনমজুর ডলি খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় জাকির হোসেন মল্লিক নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৪ আসামিকে খালাস দেয়া হয়েছে।

বুধবার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক টিএম মুসা এ রায় দিয়েছেন। দ-প্রাপ্ত জাকির হোসেন মল্লিক ভুগিলহাট গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি এম ইদ্রিস আলী।

পড়ুন>>>বৃহস্পতিবার যশোর-কলকাতায় যাবে যাত্রীবাহী ট্রেন বন্ধন
তিনি জানান, গত বছরের ১০ ফেব্রুয়ারি ভুগিলহাট গ্রামের বিলের মধ্যে একটি সরিষা ক্ষেত থেকে ডলি খাতুনের মরদেহ উদ্ধার হয়। নিহত ডলির মুখ টেপ দিয়ে বন্ধ ও গলায় ওড়না পেচানো ছিল। দিনমজুর এ নারী ঘটনার চারদিন আগে ৬ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন। এ ঘটনায় তার মা আবেদা বেগম অজ্ঞাতনামা আসামি দিয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। প্রথমে থানা এবং পরে ডিবি পুলিশ মামলাটি তদন্তের দায়িত্ব পায়। তদন্তকালে ঘটনার সাথে জড়িত সন্দেহে জাকির হোসেন মল্লিক, মনিরুল ইসলাম, রাজু শেখ, নাজমুল ফকির, জিয়া মোল্যা ও হাদীউজ্জামানসহ ছয়জনকে আটক করে পুলিশ।
তদন্ত শেষে ধর্ষণ ও হত্যার সাথে জড়িত থাকায় ৫ জনের বিরুদ্ধে আদালতে ওই বছরের ১২ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক জিয়াউর রহমান। চার্জশিটে নাজমুল ফকিরের অব্যাহতির আবেদন করা হয়। স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি জাকির হোসেন মল্লিকের বিরুদ্ধে অভিযোগে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ৫ হজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

আপনার মতামত লিখুন :