যশোরে তরুণলীগ নেতা মনিরুলের খুনিরা অধরা

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:36 PM, 07 April 2019

এবিসি নিউজ: যশোরের তরুণলীগ নেতা মনিরুল ইসলাম হত্যাকান্ডের এক বছর পার হলেও অধরা থেকে গেছে খুনিরা। যেকারণে মামলার ভবিষ্যৎ নিয়ে সংশয়ে রয়েছেন নিহতের স্বজনরা।
নিহতের ছেলে সংগ্রাম হোসেন জানিয়েছেন, তার বাবা শেখ মনিরুল ইসলাম জেলা তরুণলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি শহরের পালবাড়ি মোড়ে ইজিবাইক কল্যাণ সোসাইটিরও সাংগঠনিক সম্পাদক ছিলেন।  একটি সন্ত্রাসী গ্রুপ তার (সংগ্রাম) বাবার ক্ষিপ্ত ছিল।

গত বছরের ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে টালিখোলা এলাকার কামরুল ইসলাম ও সন্তোষ ঘোষের সাথে পালবাড়ি মোড়ের দলীয় অফিসের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন আমার বাবা(মনিরুল ইসলাম)। এসময় একদল সন্ত্রাসী এসে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ও অস্ত্র দিয়ে গুলি করে। পরে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে চলে যায়। এ সময় তার সাথে থাকা সন্তোষ ঘোষও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
মনিরুল ইসলাম হত্যা মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই আব্দুল লতিফ জানিয়েছেন, গত মাসে তিনি মামলাটি তদন্তের জন্য হাতে পেয়েছেন। নথি পর্যালোচনা করে খুনিদের সনাক্ত এবং গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে নিহতের মা সুফিয়া বেগম বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি মামলা দায়ের করেছিলেন। কিন্তু আজও খুনিদের সনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

আপনার মতামত লিখুন :