যশোরে গণহত্যা দিবসে বিস্তারিত কর্মসূচি পালিত

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:52 PM, 25 March 2019

এবিসি নিউজ: গণহত্যা দিবসে রোববার যশোরের বিভিন্ন স্থানে আলোচনা সভা, মোমবাতি প্রজ্জ্বলন, যুদ্ধের স্মৃতিচারণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন গণহত্যা দিবস নিয়ে আলোচনা সভার আয়োজন করে।

একই সময়ে সরকারি মাইকেল মধুসূদন কলেজ (এমএম কলেজ) কর্তৃপক্ষ ২৫ মার্চের গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে যশোর সরকারি মহিলা কলেজের, মুসলিম একাডেমি ও ভাতুড়িয়া কলেজে।

সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ সময় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মণি, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর জেলা সভাপতি ডি এম শাহিদুজ্জামান ও যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ-জামান। এ সময় স্বাগত বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত। অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষক আহসান হাবীব পারভেজ। এদিন সকাল দশটায় সরকারি মাইকেল মধুসূদন কলেজের আব্দুর হাই কলা ভবনের দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষে ২৫ মার্চের গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২৫ মার্চ গণহত্যা দিবস উদ্যাপন কমিটির আহবায়ক অধ্যাপক শৈলেশ কুমার রায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কওসার, শিক্ষক পরিষদের সম্পাদক এ আই এম শরীফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুল বারী।

যশোর সরকারি মহিলা কলেজ
যশোর সরকারি মহিলা কলেজ ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এম. হাসান সরোওয়ার্দী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, বিভাগীয় প্রধানগণ ও উদ্যাপন কমিটির আহবায়ক সেলিনা খাতুন (সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ), মিজানুর রহমান (সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ), ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম শাহরিয়ার। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোফাজ্জেল হোসেন ও ইংরেজি বিভাগের প্রভাষক দীপ্তি মিত্র।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এম. হাসান সরোওয়ার্দী তার বক্তব্যে উল্লেখ করেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাতের পর অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণায় উজ্জীবিত হয়ে বাঙালি মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি চূড়ান্ত বিজয় অর্জন করে।

মুসলিম একাডেমীতে ২৫ মার্চ গণহত্যা দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
যশোর মুসলিম একাডেমীতে ২৫ মার্চ গণহত্যা দিবসে স্মৃতিচারণ ও আলোচনা সভা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জোহর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মুসলিম একাডেমীর পরিচালনা পর্ষদের সভাপতি যশোর পৌর প্যানেল মেয়র ও যশোর জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান চাকলাদার মনি। প্রধান বক্তা ছিলেন পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রাজ্জাক। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক রাজু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক এইচ এম ইকবাল, জাহাঙ্গীর আলম মোল্যা, কামরুজ্জামান, তৈয়্যেবা খাতুন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আখতারী জামান, নাসরীন নাহার, প্রদীপ কুমার দত্ত, সালমা আক্তার, জিল্লুর রহমান, আব্দুল জলিল, লায়লা নাহার, পলাশ কুন্ডু, বাদল কুমার, তুহিন আহমেদ, জাকির হোসেন, নাহিদা বানু, তাহমিনা আফরোজ, নাফি-উজ-জামান পিয়াল প্রমুখ।

আল-হেরা কলেজে বিভিন্ন কর্মসূচি পালন
২৫ মার্চ ‘ঐতিহাসিক কালো রাত’ উপলক্ষে যশোরের ঐতিহ্যবাহী হামিদপুর আল-হেরা কলেজে কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কলেজ চত্বরে আলোকচিত্র প্রদর্শণী, স্মৃতিচারণমূলক আলোচনা সভা, প্রজেক্টরের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শনী, কবিতা আবৃত্তি ও দেশের গান পরিবেশন।
কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী স্বপন। বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসীম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক রবিউল আউয়াল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধের কমান্ডার হাশেম আলী, সাবেক কমান্ডার আ: মজিদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলীসহ সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ আলী। -সংবাদ বিজ্ঞপ্তি

টাউন হল ময়দান ও প্রেসক্লাবে মোমবাতি প্রজ্জ্বলন
মোমবাতিতে আলো জ্বেলে একাত্তরের পঁচিশে মার্চের কালরাত্রিতে পাকবাহিনীর হাতে শহীদ হওয়া লাখো বাঙালিদের স্মরণ করেছে যশোরবাসী। রোববার রাতে ঐতিহাসিক টাউন হল মাঠে ও প্রেসক্লাব যশোরে মোমবাতি প্রজ্জ্বলন করে গণহত্যা দিবস পালন করা হয়। মোমবাতি প্রজ্জ্বলনের পাশাপাশি টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠনের শিল্পীরা নাচ, গান কবিতা ও নাটক পরিবেশন করে।
সন্ধ্যা সাতটায় রওশন আলী মঞ্চে বেজে ওঠে ‘জয় বাংলা বাংলার জয়…’ গানটি। এ সময় হাতে হাতে জ্বলতে থাকে মোমবাতির অগ্নি শিখা। দর্শক সারিতে উপস্থিতদের হাতেও ছিল জ্বলন্ত মোমবাতি। গান শেষের পর মোমবাতি হাতে সবাই এগিয়ে চলেন টাউন হল মাঠের পশ্চিম কোনের উন্মুক্ত স্বাধীনতা মঞ্চের দিকে। সেখানে গিয়ে সবাই তাদের হাতে থাকা মোমবাতি মঞ্চে স্থাপন রাখেন। এরপর রওশন আলী মঞ্চে একের পর এক গান কবিতা নৃত্য পরিবেশন করে চলেন সাংস্কৃতিক কর্মীরা। নাচ, গান ও কবিতা পরিবেশন শেষে নাটক ‘সংগ্রাম চলবে’ মঞ্চায়ন করেন বিবর্তন যশোরের শিল্পীরা। টাউন হল মাঠে মোমবাতি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যশোর জেলা প্রশাসন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ রেজায়ে রাব্বী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কেএম মামুন উজ্জামান, কলাম লেখক বিশিষ্ট রাজনীতিক আমিরুল ইসলাম রন্টু, প্রবীন শিক্ষক তারাপদ দাস, মুক্তিযোদ্ধা একরাম-উদ-দৌলা, কবি ও সাংবাদিক ফখরে আলম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহামুদ হাসান বুলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক ড. এ্যাঞ্জেলা গোমেজ, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, চাঁদের হাট যশোরের নির্বাহী সদস্য ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য প্রণব দাস, আবৃত্তি শিল্পী কামরুল হাসান রিপন প্রমুখ।

এদিকে প্রেসক্লাব যশোরে মোমবাতি জ্বালিয়ে প্রথমবারের মতন ২৫ মার্চের কাল রাত্রির শহীদদের স্মরণ করেন সাংবাদিকরা।
এদিকে সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব যশোরে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ-জামান এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সংবাদের বিশেষ প্রতিনিধি রুকুনউদৌলাহ, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি কবি ফখরে আলম, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, জেইউজে সভাপতি সাজেদ রহমান বকুল, সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, আহমেদ সাইদ বুলবুল, তৌহিদ জামান, সাইফুল ইসলাম সজল, তহীদ মনি, সফিক সাঈদ প্রমুখ। প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজ্জাদ গণি খাঁন রিমন।

যশোর জাসদ’র আলোচনা সভা
গণহত্যা দিবস উপলক্ষে যশোর জেলা জাসদ রোববার বিকেলে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় জেলা জাসদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও যশোর জেলা সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম। এতে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েস, জাসদ নেতা শরীফ আমিন মানিক, জাকির হোসেন, মুস্তাফিজুর রহমান বাবর, মশিয়ার রহমান প্রমুখ।

যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ
যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০১৮ উপলক্ষে প্রামাণ্য চিত্র ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান, চিত্রকলা প্রদর্শনী ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আব্দুল খালেক। অনুষ্ঠানে তিনি গণহত্যার বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে বর্ণনা করেন। অনুষ্ঠানে শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক সাইফ উদ্দীন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মহিবুল আকবার মজুমদার, পিএসসি, এইসি।

ভাতুড়িয়া কলেজের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের সংবর্ধনা দেয়া হয়েছে। যশোর সদর উপজেলার ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। রোববার সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গর্ভনিং বডির সভাপতি সেলিম রেজা পান্নু। প্রধান অতিথি ছিলেন চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস। বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আরিফুজ্জামান, শিক্ষানুরাগী সদস্য কাজী দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক প্রভাত ব্যানার্জী, প্রভাষক কাজী মাসুদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে তিনজন বীর মুক্তিযোদ্ধা জোনাব আলী, সিরাজুল ইসলাম ও রবিউল হোসেন এবং চার বিশিষ্টজন ডাক্তার রফিকুল ইসলাম, হাসেম আলী, সিরাজুল ইসলাম ও মাস্টার শহিদুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনেরা যুদ্ধের স্মৃতিচারণ করেন।-সংবাদ বিজ্ঞপ্তি

চুকনগর (খুলনা) প্রতিনিধি জানান, চুকনগর ডিগ্রী কলেজের উদ্যোগে আন্তর্জাতিক গণহত্যা দিবস পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় র‌্যালি শেষে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন অধ্যাপক হাশেম আলী ফকির, অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক জুলফিক্কার আলী জুলু, অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যাপক হাফিজ মাহমুদ, অধ্যাপক আনিচুর রহমান,অধ্যাপক ডঃ আবু সাঈদ, অধ্যাপক এনামুল হক, অধ্যাপক মনিরুল হক, প্রভাষক সরদার আমজাদ হোসেন, প্রভাষক নাজমুল ইসলাম, প্রভাষক নার্গিস হুসাইন, প্রভাষক নিমাই কৃষ্ণ মল্লিক, প্রভাষক অশোক রায়, প্রভাষক হুমায়ন করিব, প্রভাষক মজ্ঞুর রশিদ, প্রভাষক আব্দুল গফফার, প্রভাষক রুপা বিশ্বাস, প্রভাষক সাধনা তরফদার প্রমুখ।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতি চারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, মুক্তিযোদ্ধা রনজিত কুমার সরকার, এস,আই মোমিন উদ্দীন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও তৃপ্তি রঞ্জন সেন, প্রভাষক ময়নুল ইসলাম, তরুন কান্তি মন্ডল, শিক্ষক রোকনুজ্জামান, প্রণব কান্তি বিশ্বাস, শিক্ষার্থী অর্পিতা মন্ডল, সুমাইয়া বিনতে মাসুদ ও আসির ফয়সাল। সভায় বক্তারা গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবী জানান।

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার তালায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার সকালে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপ-শহরে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত মঞ্চে নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান প্রমুুখ।

মণিরামপুর প্রতিনিধি জানান, মণিরামপুরে ভয়াল গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার রাতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনাতায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হুসাইন আল মুজাহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। শিক্ষক টিএম সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, ওসি মোকাররম হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলা উদ্দীন, গাজী আব্দুল হামিদ, কাউন্সিলর আব্দুর রহমান, আ’লীগ নেতা মোজাম্মেল হক, যুবলীগ নেতা আবু তালহা তালেব, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, ছাত্রলীগ নেতা জিএম অনিক ফয়সাল প্রমুখ।

 

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :