যশোরের মণিরামপুরে ভূয়া দুদক কর্মকর্তা আটকের ঘটনায় তোলপাড়

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  02:59 AM, 05 April 2019

জন সাব্বির রানা, মণিরামপুর (যশোর) : যশোরের মণিরামপুরে মিজানুর রহমান নামে দুদক কর্মকর্তা পরিচয়দানকারি এক প্রতারককে আটক করেছে পুলিশ। এনিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। পড়ুন>>>মণিরামপুরে ভুয়া দুদক কর্মকর্তা আটক

তবে কেন তিনি েএই বোকামী করলেন তা স্পষ্ট না। কারণ তিনি প্রতারণার মাধ্যমে কারোর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন বলেও প্রমাণ মেলেনি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার চিনাটোলা বাজার থেকে তাকে আটক করা হয়। মিজানুর রহমান উপজেলার মুজগুন্নী গ্রামের সামাদ বিশ্বাসের ছেলে। ইউএনও আহসান উল্লাহ শরিফী জানান, ঘটনার দিন বিকেল সাড়ে ৫ টার দিকে ওয়্যারলেস হাতে ওই ব্যক্তি তার কার্যালয়ে এসে দূর্নিতী দমন
কমিশনে চাকরি করেন মর্মে পরিচয় দেন। সন্ধ্যার পর তিনি এলাকায় গিয়ে জানতে পারেন মিজান স্বল্প শিক্ষিত। পরে মিজানকে চ্যালেঞ্জ করলে বেরিয়ে আসে সত্য ঘটনা। পরে
থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ তাকে আটক করে
থানায় নিয়ে আসে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, বছর দশেক আগে চিনেটোলা বাজারে মিজান দর্জীর কাজ করতো। এসময় এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে বেশ কিছু টাকা ধার করে। পরে দেনার দায়ে ৮ বছর
আগে সে ঢাকায় পালিয়ে যায়। থানার ওসি সহিদুর রহমান বেসরকারি ব্যক্তির হাতে ওয়্যারলেস থাকতে পারে না জানিয়ে বলেন, দুদক পরিচয় দিয়ে প্রতারনার দায়ে তাকে আটক করা হয়েছে

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :