যশোরের বাঘারপাড়ায় ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বাঘারপাড়া সংবাদদাতা: যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ ৩ মার্চ রোববার বিকেল ৫টা পর্যন্ত ১৮জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জানা গেছে, মনোনয়ন সংগ্রহ করছেন চেয়ারম্যান পদে ৪জন। তারা হচ্ছেন উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার হাসান আলী (আওয়ামী লীগ মনোনীত),রায়পুর ই্উপি চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপন,জেলা আওয়ামীলীগের সদস্য নাজমুল ইসলাম কাজল ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী।
আরও পড়ুন>>>যশোর সদরে শাহীন চাকলাদারের মনোনয়নপত্র সংগ্রহ
ভাইস চেয়ারম্যান পদের ৯ জন হচ্ছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শচিন্দ্র নাথ বিশ্বাস,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম সরোয়ার,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হুসাইন নান্নু,কৃষিবিদ এনায়েত হোসেন লিটন,আবুল কালাম আজাদ,পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহম্মেদ মিলটন,রাকিব হাসান শাওন ও মাজেদুল ইসলাম।
আরও পড়ুন>>>জীবনশঙ্কায় ওবায়দুল কাদের
সংরক্ষিত মহিলা আসনে ৫জন মনোনয়ন ক্রয় করেছেন। তারা হচ্ছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা জামান,শরিফা খাতুন, বিথীকা রাণী বিশ্বাস, জাকিয়া সুলতানা ও শিরিন শাবনাম কবির।
সবমিলিয়ে বাঘারপাড়ায় নির্বাচনী প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে।
খুলনা বিভাগ