যশোরের ঝিকরগাছা ও কেশবপুরে নৌকার ভরাডুবি

এবিসি নিউজ:যশোরের ঝিকরগাছা ও কেশবপুর উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থীদের হারিয়ে চেয়ারম্যানে জিতলেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম ও কাজী রফিকুল ইসলাম।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী আনারস প্রতীকে মনিরুল ইসলাম ৭৪ হাজার ৮৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের নৌকা প্রতীকের আলী রায়হান পেয়েছেন ২৪ হাজার ৭৯০ ভোট।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেলিম রেজা। তিনি পেয়েছেন ৬৯ হাজার ২৫৬। তার নিকটতম প্রতিদ্বন্ধী মাহমুদুল ইকরাম পেয়েছেন ২৩ হাজার ১৪৮ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৯ হাজার ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লুবনা তাক্ষী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমেনা খাতুন পেয়েছেন ১৪ হাজার ৯৯৮ ভোট।
কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের কাজী রফিকুল ইসলাম। কাজী রফিকুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রার্থী এইচএম আমির হোসেন পেয়েছেন ৩৫ হাজার ৮১৯ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পলাশকুমার মল্লিক। তিনি পেয়েছেন ৪০ হাজার ৯২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল লতিফ রানা পেয়েছেন ১৮ হাজার ১১৮ ভোট।
৪০ হাজার ৫৪১ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাছিমা আক্তার সাদেক। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রাবেয়া খাতুন পেয়েছেন ৩৯ হাজার ৮৭৯ ভোট।
শীর্ষ খবর