যবিপ্রবিতে সাংস্কৃতিক সন্ধ্যা

এবিসি নিউজ: নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব ও স্নেহের মেলবন্ধন তৈরিতে ভিন্নধর্মী শোভাযাত্রা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা কর্মসূচি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ। মঙ্গলবার সকালে মনোজ্ঞ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রায় ব্যবসায় ও অর্থনীতি শিক্ষা বিষয়ক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব লুকা প্যাসিওলি, অ্যাডাম স্মিথ, টেইলর এবং ফিলিপ কটলার নামে বিভিন্ন গ্রুপে ভাগ বিভাগের নবীন-প্রবীণ শিক্ষার্থীরা অংশ নেন। বর্ণিল এই শোভাযাত্রা সবার নজর কাড়ে।
শোভাযাত্রা শেষে এআইএস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন বলেন, এ ধরণের আয়োজনে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে হৃদতাপূর্ণ, শিক্ষা সহায়ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের সুকুমারবৃত্তিগুলো প্রকাশের সুযোগ পায়।
স্ত্রীর কান্না-সিনিয়র সাংবাদিক মসলেম উদ্দীনের ফেসবুক ওয়াল থেকে
এরপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বাস্কেট খেলার মাঠে সীমিত ওভারের ক্রিকেট, ফুটবল, মেয়েদের পিলো পাসিং, বল থ্রোয়িং, সুঁইসুতা খেলা অনুষ্ঠিত হয়। এ সময় মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মেহেদী হাসান, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এআইএস বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সালাম, তরুন সেন, প্রভাষক সারমিন আকতার, আরিফা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠিত হয় জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যার। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন এআইএস বিভাগের শিক্ষার্থী শারমিন, অরিন্দম, শুভ, রিতু, সুমিতসহ আরও অনেকে। নাচ পরিবেশন করেন সজীব, লিজা, তানজির; কৌতুক পরিবেশন করেন জাহিদ। তবে তানজিরের পল্লী কবি জসিম উদ্দীনের বিখ্যাত কবর কবিতার প্যারোডি আবৃত্তি দর্শকেরা দারুণ উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন এআইস বিভাগের শিক্ষার্থী আনারুল, তিথি, সাদিয়া এবং ফারহা।
খুলনা বিভাগ