মোরেলগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:46 PM, 06 April 2019

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সুমাইয়া আক্তার বৈশাখী নামে ৫ম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার স্বজনরা। শনিবার বেলা ২টার দিকে বিশারীঘাটা গ্রামের দিনমজুর শাজাহান আকনের ঘর থেকে মেয়ে বৈশাখীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। থানা পুলিশ সন্ধা ৬টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে বৈশাখীর মরদেহ থানায় নিয়ে যায়।

থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, মেয়েটি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে তা পরিস্কার নয়। তাই আপাতত একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং পোষ্টমর্টেম করানোর জন্য লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বৈশাখী মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ১৮৯ নং বাদুরতলা ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল। ওই বিদ্যালয়ের শিক্ষক মশিউল ইসলাম বলেন, বৈশাখী আজ (শনিবার) বিদ্যালয়ে আসেনি। তার মরদেহ উদ্ধারের খবর শুনেছি।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :