বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপি’র বৈঠক

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  07:00 PM, 04 April 2019

ঢাকা অফিস: ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।

দলীয় সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে কথা বলতে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ সিনিয়র নেতারা উপস্থিত আছেন।

বৈঠকে কূটনীতিকদের মধ্যে জাপান, নরওয়ে ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত; ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, মিয়ানমার, তুরস্ক, চীন, জার্মানি, যুক্তরাজ্য ও মরক্কোর উপ-রাষ্ট্রদূত; সুইজারল্যান্ডের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার উপস্থিত আছেন।

তাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানায়নি বিএনপি।

ঢাকা বিভাগ

আপনার মতামত লিখুন :