‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: বাংলা ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লেখা সম্বলিত ‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। পড়ুন>>>নির্মম হত্যার পরও জাতির জনক মুজিব থেকে গেলেন বাঙালির হৃদয় জুড়ে
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ নামে একটি বই প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটির মোড়ক উন্মোচন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জার্নি পাবলিকেশন্স বইটি প্রকাশ করেছে।
শফিউল আলম বলেন, বাংলা ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে যতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লেখা আছে সেগুলোর সংকলনই হলো এই বই।
বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ