বাংলা নববর্ষ উদযাপনে চৌগাছা প্রশাসনের প্রস্তুতি সভা

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম বলেন, পহেলা বৈশাখের মধ্যদিয়ে গ্রাম বাংলার ঐতিহ্য পরিষ্ফুটিত হয়। বৈশাখের সঙ্গে বাঙালি জীবনের একটা অতি ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য একমাত্র পহেলা বৈশাখের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। নতুন প্রজন্মের সামনে ঐতিহ্য তুলে ধরে নতুন বছরকে বরণ করতে এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিফাত খান রাজিব। কৃষি কর্মকর্তা রইস উদ্দিন, মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নির্মল কান্তি কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, খাদ্য নিয়ন্ত্রক সালমা চৌধুরী, তথ্য সেবা কর্মকর্তা প্রিয়াংকা সাহা, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মুকুল, ইব্রাহিম খলিল বাদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খুলনা বিভাগ