বনানীতে এফ আর টাওয়ারে আগুন:নিয়্ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি টিম

>>>ভবনের ভেতর বেশকিছু লোক আটকে আছে বলে ধারণা করা হচ্ছে
সমর ভৌমিক, ঢাকা: ঢাকার বনানীতে এফ আর টাওয়ার নামে একটি ভবনে আগুন লেগে ভয়াবহরুপ নিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনে বেশিকিছু আটকে পড়েছেরন । আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফার্য়ার সার্ভিসের ১৩টি ইউনিট। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আজ ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আগুনের ঘটনা ঘটে। শেষ খবর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ১৩টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ারম্যান এনায়তুল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টার দিকে এফ আর টাওয়ার থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। পরে তা ব্যাপক আকার ধারণ করে।
অবশ্য কিভাবে এ আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা বিভাগ