বংশীকুন্ডায় অনুষ্ঠিত হলো ২৬ মার্চ বঙ্গবন্ধু ও আমাদের স্বাধীনতা

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  12:30 AM, 28 March 2019

ভাস্কর মনি সরকার, সুনামগঞ্জ: মধ্যনগর থানার ২নং দক্ষিন বংশীকুন্ডা ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের উদ্যোগে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দ্বিতীয় দিন ২৭ মার্চ বুধবার বিকেলে বঙ্গবন্ধু ও আমাদের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজকের সভার সভাপতিত্ব করেন ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অমিত হাসান রাজু। পরিচালনা করেন মধ্যনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. রঞ্জিত সরকার।

প্রধান আলোচক ছিলেন হাওড় গবেষক ও কবি সজল কান্তি সরকার, মধ্যনগর থানা আ.লীগের অন্যতম সংগঠক রাসেল আহমেদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুব্রত সামন্ত। এছাড়াও বক্তব্য দেন বংশীকুন্ডা কলেজের প্রভাষক জলিল হিমেল, মধ্যনগর থানা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম, ছাত্রলীগ নেতা টনিক সরকার প্রমুখ।আলোচনা সভায় অ্যাড. রঞ্জিত সরকার বঙ্গবন্ধু ও আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা ও জাতীয় পতাকা প্রদান করেন।
সকাল ৯:৩০ মিনিটে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের মাঠে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সহ সর্ব সাধারনদের উপস্থিতিতে সহস্র কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনা করা হয়।

শীর্ষ খবর

আপনার মতামত লিখুন :