পাইকগাছায় আইসিটি বিষয়ক প্রশিক্ষণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় ৩ দিনব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আইসিটি ভবনে উপজেলা পরিচালন ও উন্নয়ন, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকা) প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী ডিজিটাল কনটেন্ট তৈরি ও অনলাইনে ক্লাস পরিচালনাকারী শিক্ষকদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীনের সভাপতিত্বে প্রথম ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, জাইকা প্রকল্পের প্রতিনিধি আসমাউল হুসনা, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, খায়রুল ইসলাম, খায়রুল আলম ও সিএ কৃষ্ণপদ মন্ডল। প্রথম ব্যাচের প্রশিক্ষণে ৩০জন শিক্ষক অংশগ্রহণ করে।
খুলনা বিভাগ