নূর মোহাম্মদ কলেজে জাতির জনকের জন্মদিন উদযাপন

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:42 PM, 20 March 2019

শার্শা সংবাদদাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রী কলেজে বিস্তারিত কর্মসূচি পালিত হয়েছে।

রোববার সকালে কলেজ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে সাড়াতলা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজে এসে শেষ হয়। র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। পরে কলেজ হলরুমে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আহ্বায়ক প্রভাষক শহিদুল ইসলাম’র সভাপতিত্বে ও প্রভাষক এ,এস,এম আশরাফুজ্জামান’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হক। বক্তব্য রাখেন প্রভাষক হাছানুজ্জামান, প্রভাষক শহিদুল আলম, প্রভাষক আবুল হাসান, প্রভাষক রেজাউল করিম, প্রভাষক মিজানুর রহমান, ছাত্র সুজন হুসাইন, সাকিব হাসান, নয়ন হোসেন ও ছাত্রী খাদিজা খাতুন। আলোচনা শেষে জন্মদিনের কেক কাটা হয়।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :