তুই কি কোনোদিন পাল্টাবি না? ভাস্কর মনি সরকার

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:28 PM, 22 March 2019

তুই কি কোনোদিন পাল্টাবি না?
——–ভাস্কর মনি সরকার

এই শোন! তুই কি কোনোদিন পাল্টাবি না?
আমি আবার কি করলাম রে বাবা?
হিসেবের পাতা উল্টাবি আয়!
অনিয়ম গুলি পাল্টাবি আয়!
তবু পাল্টাতে পারলাম কই আজও।
অথচ মানুষ কত সহজেই বলে
তুই আজ কাল বড়ই পাল্টে গেছিস রে !
সত্যি কি মানুষ পাল্টে যায় রং বদলায় গিরগিটির মত করে?

সরল স্বীকারোক্তি,
ভুল করেছি ভুল করেছি-চলো পাল্টাই!
আমি হয়তো পারবোনা তোমাদের
পৃথিবীর সব সুখ এনে দিতে, কিন্তু একটা’ই পারবো।
তোমাদের পাল্টে যাবার আহবান জানাতে…..।।

আপনার মতামত লিখুন :