ড. কামাল-ফখরুল বাদেই জাতীয় ঐক্যফ্রন্টের সভা

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  07:18 PM, 22 March 2019

আজাহার মাহমুদ,ঢাকা: চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠক করেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি।

রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কার্যালয়ে শুক্রবার বিকেল সাড়ে চারটায় এ বৈঠক শুরু হয়। তবে ড. কামাল ও মির্জা ফখরুলের অনুপস্থিতিতেই বৈঠক হয়েছে।

ঐক্যফ্রন্টের দফতরের আজমেরী বেগম ছন্দা বলেন, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। তবে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত ড. কামাল হোসেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে উপস্থিত হননি।

বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, মো. মমিন উল্লাহ, ডাক্তার জাহিদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান খোকা বীর প্রতীক প্রমুখ উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ

আপনার মতামত লিখুন :