ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

কুষ্টিয়া সংবাদদাতা: কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কলেজ ছাত্রীর নাম আকাশী খাতুন(২০)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার কালিনাথপুর গ্রামের আমির আলীর মেয়ে ও কুষ্টিয়া সরকারী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পোড়াদহ জিআরপি থানার ওসি সলেমান হোসেন মোল্লা জানান, আজ শনিবার দুপুরের দিকে কলেজছাত্রী আকাশী খাতুন টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসে কুষ্টিয়া থেকে পোড়াদহ স্টেশনে নামার পর ট্রেনলাইন ধরে প্লাটফর্মে উঠার চেষ্টা করেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে মারাত্বক আহত হন।
আরো পড়ুন>> নিখোঁজের ৫দিন পর যুবকের লাশ উদ্ধার
স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনালের হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায়।
কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহত কলেজছাত্রীর লাশ তার পরিবারের সদস্যরা নিয়ে গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
খুলনা বিভাগ