ঝিনাইদহ পাওয়ার হাউজে আগুন: গোটা জেলা এখন অন্ধকারে

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহ পাওয়ার হাউজের ৩৩/১১ কেভি সাব-স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে সার্কিট ব্রেকারসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। রোববার (৩১ মার্চ) বিকাল ৪ টার দিকে আগুনের ঘটনা ঘটে। এরপর থেকেই গোটা জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, পাওয়ার হাউজে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
ঝিনাইদহ ওজোপাডিকো সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। গোটা জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। চেষ্টা চলছে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা।
খুলনা বিভাগ