ঝিনাইদহের কালীগঞ্জে বাল্যবিয়ে পড়িয়ে কাজী জেলে

কালীগঞ্জ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জে বাল্য বিয়ে পড়ানোর অপরাধে মোবাইল কোর্টে রবিউল ইসলাম নামের এক কাজীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সেই সাথে মেয়ের পিতা আবুল কাশেমকে ২ হাজার টাকা ও বর শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা এই দ-াদেশ ও জরিমানা করেন। এ ঘটনাটি ঘটেছে উপজেলার মাঝদিয়া গ্রামে। পড়ুন>>>মণিরামপুরে বাল্যবিয়ের অপরাধে বরসহ দু’জনের জরিমনা
ভ্রাম্যমাণ আদালতের পেশকার লুৎফর রহমান জানান, কালীগঞ্জ উপজেলার মাঝদিয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে ও বারবাজার মাদ্রাসার ছাত্রী আদুরী খাতুন (১৬) এর সাথে যশোরের সাহেব আলীর ছেলে শরিফুল ইসলামের (২৮) সাথে এই বাল্য বিয়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার গোপন সূত্রে খবর পেয়ে সেখানে মোবাইল কোর্ট চালিয়ে বাল্য বিয়ে পড়ানোর অপরাধে কাজী রবিউল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দেন। একই সময়ে বর শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা ও মেয়ের পিতা আবুল কাশেমকে ২ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের বিচারক সুবর্ণা রানী সাহা বলেন, বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৭,৮,ও ৯ ধারার অপরাধ মোতাবেক কাজীকে ৭ দিনের বিনাশ্রম কারাদ-, বরকে ২০ হাজার ও মেয়ের পিতাকে আবুল কাশেমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে শ্বশুড় বাড়িতে পাঠানো হবে না বলেও মেয়ের পরিবারের কাছ থেকে মুচলিকা নেয়া হয়েছে।