জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে ৪টিতে সেরা অমৃতা সাহা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার মেধাবী শিক্ষার্থী অমৃতা সাহা নিশা জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে ৪টি বিভাগে সেরা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উচ্চাঙ্গ সংগীত, নৃত্য, রবীন্দ্র সংগীত ও আবৃতিতে অমৃতা সাহা নিশা প্রথম স্থান অধিকার করে। নিশা উপজেলা সদরের ডাঃ হৃষিকেশ সাহা ও অপর্ণা সাহা’র মেয়ে। সে রাড়–লী আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
খুলনা বিভাগ