চৌগাছায় মনোনয়নপত্র কিনেছেন হাবিবসহ ১৪ প্রার্থী

স্টাফ রিপোর্টার, চৌগাছা: যশোরের চৌগাছায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে প্রার্থীতার জন্য ১৪টি মনোনয়ন বিক্রি হয়েছে। রোববার উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানাগেছে। এবার আ’লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ড. মোস্তানিছুর রহমান। তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান ডাকসাইটের নেতা এসএম হাবিবুর রহমানও মনোনয়নপত্র কিনেছেন।
উপজেলা নির্বাচন অফিসার কামাল উদ্দিন আহমেদ জানান, উপজেলা চেয়ারম্যান পদে একটি মাত্র মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
আরও পড়ুন>>> যশোরে শাহীন চাকলাদারের মনোনয়নপত্র সংগ্রহ
ড. মোস্তানিছুর রহমানের পক্ষে এটি ক্রয় করেছেন। ভাইস চেয়ারম্যান পদে ৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র ক্রয় করেছেন তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, সিদ্দিকুর রহমান, জসিম উদ্দিন, আব্দুস সাত্তার, আজাদ রহমান খান, সামসুর রহামান ও শামিম রেজা।
আরও পড়ুন>>>বাঘারপাড়ায় ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। ক্রয়কারীরা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, কামরুন্নাহার, রিপা ইসলাম, নাসিমা খাতুন ও নাজনিন নাহার।
খুলনা বিভাগ