চৌগাছায় নৌকার প্রার্থীর দিনব্যাপী গণসংযোগ

স্টাফ রিপোটার, চৌগাছা:যশোরের চৌগাছা উপজেলা নির্বাচনে দিনব্যাপী গণসংযোগ করেছেন নৌকার প্রার্থী অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী, উপজেলা স্বচ্ছাসেবক লীগের আহব্বায়ক জিয়াউর রহমান রিন্টু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম রিংকু ও প্রভাষক খালেদুর রহমান টিটোসহ দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। পড়ুন>>>নারী ও শিশু ধর্ষণকারীর নাম পরিচয় চেহারা….
শনিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেন তারা। দুপুরের পরে স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তারা। এদিকে একইদিন গণসংযোগ করেন অন্য টিম। উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান শান্তি মৃধার নেতৃত্বাধীন টিম বিকেল ৪ টায় উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের কমলাপুর বাজারে গণসংযোগকালে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি মাস্টার মিজানুর রহমান শান্তি মৃধা, উপজেলা যুবলীগের আহবায়ক বর্তমান ভাইস চেয়ারম্যান দেবাষীষ মিশ্র জয়, স্বরুপদাহ ইউনিয়নেরর সাবেক ইউপি চেয়ারম্যান মির্জা কামাল উদ্দিন শুকুর মৃধা, সাবেক চেযারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরুল কদর, সাবেক পৌর কাউন্সিলর জামাত আলী মৃধা, উপজেলা যুবলীগের সদস্য নুর মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লক্ষণ সুন্দর বিশ্বাস, আওয়ামীলীগ নেতা আব্দুল বারিক, টিপু সুলতান, ইউপি সদস্য আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম মন্ডল, ছাত্রলীগ নেতা সোহেল হোসেন, রুহুল আমিন প্রমুখ।
খুলনা বিভাগ