চৌগাছায় নির্বাচনী সহিংসতা মামলায় আ’লীগের ৩ কর্মী গ্রেফতার

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  08:11 PM, 19 March 2019

স্টাফ রিপোর্টার, চৌগাছা: যশোরের চৌগাছায় নির্বাচনী সহিংসতায় তিন জন আহত হয়েছেন। তারা সবাই আওয়ামী লীগের কর্মী। এ ঘটনায় বিস্ফোরক আইনে চৌগাছা থানায় মামলা দায়ের হয়েছে। পড়ুন>>>যশোরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে ফেঁসে গেলেন শিক্ষক
পুলিশ মামলার আসামি ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান পান্নুসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার অন্যদুজন হলেন আওয়ামী লীগ কর্মী মুরশিদুল ইসলাম ও রেজাউল ইসলাম। তারা সকলেই আঁফরা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পরে উপজেলার ফুলসারা ইউনিয়নের আঁফরা মোড়ে জহুরুলের চায়ের দোকানে ককটেল হামলা হয়। হামলায় আঁফরা গ্রামের মাছুম বিল্লাহ, মহিনুর হোসেন ও শহিদুল ইসলাম নামে তিন আওয়ামীলীগ কর্মী আহত হন। এঘটনায় স্থানীয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ মুরশিদুল ও রেজাউল নামে আরো দুজনকে আটক করে। পরে মঙ্গলবার দুপুরে আহত মাছুম বিল্লাহ বাদি হয়ে বিস্ফোরক আইনে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৪।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব সত্যতা নিশ্চিত করে বলেন এলাকায় ভীতি সঞ্চারের উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ করা হয়। ঘটনাস্থল থেকে কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।

 

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :