চিতলমারীতে গ্রাম আদালত বিষয়ক র্যালি

নিজস্ব সংবাদদাতা, চিতলমারী: আজ ৮ এপ্রিল চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক র্যালি করা হয়।
এতে অংশ নেন ইউনিয়ন সচিব কে এম জুলফিকার আলী হাযদার, উপজেলা সমন্বয়কারী সাবিনা ইযাসমীন এভিসিবি ২ প্রকল্প চিতলমারী, বাগেরহাট গ্রাম আদালত সহকারী ঝুনু রানী বালা এভিসিবি ২ প্রকল্প সন্তোসপুর ইউনিয়ন চিতলমারী, বাগেরহাট এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সদস্যা,গ্রাম পুলিশসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
খুলনা বিভাগ