গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  01:23 PM, 20 March 2019

গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সদর উপজেলায় ভেন্নাবাড়ি রেলক্রসিংয়ে মঙ্গলবার রাতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে দু’জন হলেন, জেলা শহরের ইসলামবাগে সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার, মোহাম্মদপাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি। অপরজনের পরিচয় জানা যায়নি। পড়ুন>>>যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রীর দেহ থেকে পা বিছিন্ন

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, এখানে পাহারাদার থাকলে এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটতো না। তারা সব রেল ক্রসিং-এ পাহারাদার নিয়োগের দাবি জানান।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা একটি ট্রেন রাত ১১ টার দিকে গোপালগঞ্জ পৌঁছায়। ধারণা করা হচ্ছে, ওই তিন যুবক মোটরসাইকেলে করে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, পুলিশ ভোরে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঢাকা বিভাগ

আপনার মতামত লিখুন :