গঙ্গাচড়ায় ১ কেজি গাঁজাসহ ইউপি সদস্য আটক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় ১ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম (৫২) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ। রফিকুল লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য।
পড়ুন>>>অভয়নগরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
থানা পুলিশ জানায়, রফিকুল দীর্ঘদিন থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। গত শুক্রবার সন্ধ্যায় তিনি গাঁজা নিয়ে কালীগঞ্জ হতে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের গোডাউনের হাট সংলগ্ন তিস্তা খেয়াঘাট পার হয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদে জেলা পুলিশ সুপারের নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুর রহমানের নেতৃত্বে গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান, ওসি তদন্ত সুশান্ত সরকার, এসআই আমজাদুর রহমান, শফিউজ্জামান রফিকুলকে ১ কেজি গাঁজাসহ আটক করে।
গঙ্গাচড়া থানার ওসি জানান, আটক মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় জেল হাজুতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ