গঙ্গাচড়ায় যৌন নিপিড়নের অভিযোগে দু’জন আটক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া থানা পুলিশ যৌন নিপিড়নের অভিযোগে নজরুল ইসলাম নজু (২৮) ও ইমরান হোসেন (২২) নামে ২ জনকে আটক করেছে। আটক নজরুল লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তালুকবানী নগর গ্রামের নুর আলী ননির ছেলে ও ইমরান হোসেন একই গ্রামের শাহার আলীর ছেলে। পড়ুন>>>রংপুরে ৪০ শিক্ষার্থীর বৃত্তি লাভ
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গঙ্গাচড়া বাজারের ডাক বাংলো এলাকার বাসিন্দা মৃত জনৈক ব্যক্তির স্ত্রী ৪২) গত মঙ্গলবার রাতে হাতিবান্দা থেকে অটোতে গঙ্গাচড়া আসছিলেন। একই অটোতে যাত্রী বেশে যৌন নিপিড়ক নজরুল ও ইমরান ছিলো। পথিমধ্যে অটোর অন্যান্য যাত্রীরা নেমে যায়। সুযোগ বুঝে যৌন নিপিড়কদ্বয় গঙ্গাচড়া উপজেলার কাকিনা মহিপুর সড়কের পূর্ব ইচলী নামক স্থানে অটোতে থাকা ওই নারীকে জোরপূর্বক অটো থেকে নামিয়ে পার্শ্ববতী ফাঁকা স্থানে নিয়ে গিয়ে যৌন নিপিড়নের চেষ্টা চালায়। এ সময় ওই নারীর চিৎকারে রাস্তায় টহল দেয়া গঙ্গাচড়া মডেল থানা পুলিশের এসআই শফিউজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যৌন নিপিড়কদ্বয়কে আটক করে। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, আটককৃতদের নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় জেলহাজুতে প্রেরণে করা হয়েছে।
বাংলাদেশ