গঙ্গাচড়ায় তথ্য অধিকার আইনের প্রয়োগ ও বাস্তবতা শীর্ষক সভা

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  07:34 PM, 07 March 2019

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় এনআইএলজি কর্তৃক পরিচালিত ইউনিয়ন পরিষদে তথ্য অধিকার আইনের প্রয়োগ ও বাস্তবতা একটি সমিক্ষা শীর্ষক গবেষণার উপাত্ত সংগ্রহ প্রক্রিয়া সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী। এতে প্রধান অতিথি ছিলেন এনআইএলজি এর পরিচালক (যুগ্ম সচিব) বোরহান উদ্দিন। সভায় ইউনিয়ন পরিষদে তথ্য অধিকার আইনের প্রয়োগ ও বাস্তবতা একটি সমিক্ষা শীর্ষক লিখিত প্রশ্নের উত্তর সভায় উপস্থিত চেয়ারম্যান ইউপি সদস্য, সাংবাদিক, সমাজকর্মীসহ জনসাধারনের নিকট নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এনআইএলজি এর সহকারী অনুষদ সদস্য মতিউর রহমান, লক্ষ্মীটারী ইউনিয়নের সকল ইউপি সদস্য, সদস্যা, সাংবাদিক, উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি, এনজিও কর্মী, লক্ষ্মীটারী ইউপি সচিব আনিচুর রহমান, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের পরিচালক মমিনুল ইসলাম বাবু প্রমূখ।

বাংলাদেশ

আপনার মতামত লিখুন :