কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে শিশু শ্রমিকের মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে বুলবুল নামে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাল্টিপ্লাগ ঠিক করতে গিয়ে শুক্রবার দুপুরের দিকে স্পৃষ্টে আহত হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে পৌর এলাকার সাবদিয়া গ্রামের রিপন হোসেনের পুত্র। পড়ুন>>>অভয়নগরে সুপাইভাইজারকে গাড়ির নিচেই হত্য করলো শ্রমিকরা
এলাকাবাসি সূত্রে জানাগেছে, শুক্রবার বেলা আড়াইটার দিকে মাল্টি প্লাগ মেরামতের সময় বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা ঘটে। দ্রুত তাকে কেশবপুর হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে মোটরসাইকেল শ্রমিক বুলবুলের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম সাঈদুর রহমান সাঈদ, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরব প্রমুখ।
খুলনা বিভাগ