কাল সোমবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:26 PM, 31 March 2019

>>>যশোর কারাগারে পরীক্ষা দেবে যশোর শিক্ষা বোর্ডের তিন পরীক্ষার্থী

এবিসি নিউজ: যশোর শিক্ষা বোর্ডসহ সারাদেশে কাল (১ এপ্রিল) সোমবার থেকে  শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র (আবশ্যিক)। চলবে সকাল ১০টা থেকে দুপুর একট পর্যন্ত। আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের।

যশোর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর মোট এক লক্ষ ২৮ হাজার ৮০৯জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে তিনজন শিক্ষার্থী কারাগারের মধ্যে পরীক্ষা দিবে। তারা হচ্ছেন ঝিনাইদহ কেসি কলেজের ছাত্রী হারিণাকুন্ড কেন্দ্রের পরীক্ষার্থী খয়বর মন্ডলের মেয়ে সুমি খাতুন ও তার বোন একই কলেজের রুমি খাতুন। আরেকজন কুষ্টিয়া সরকারি কলেজের আহসান হাবিব।
এদিকে পরীক্ষা সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ করতে বোর্ড কর্তৃপক্ষ আগেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানিয়েছে, পরীক্ষা সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, যশোর বোর্ডের অধীনে তিনজন শিক্ষার্থীর নামে মামলা থাকায় তারা কারাগারে আটক আছে। অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে তিনজন শিক্ষার্থীকে কারা অভ্যন্তরে পরীক্ষা দানের অনুমতি দেওয়া হয়েছে।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :