ঐতিহাসিক ৭ মার্চে জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা নিবেদন

আজাহার মাহমুদ/সুজা আহমেদ, ঢাকা: আজ ঐতিহাসিক ৭ মার্চ। এ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করলেন আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ুন>>>এখন অনেক সুস্থ ওবায়দুল কাদের
আজ বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধীতে প্রথমে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ। পরে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, নির্মাণ শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানায়।
দলের দায়িত্বশীল একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কমনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সামাদ বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন টুটুলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলার মুকসুদপুর, কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরবাইরে দেশের বিভিন্ন স্থানে আ’লীগ বিস্তারিত কর্মসূচি পালন করেছে।
বাংলাদেশ