এবার পুলিশ প্লাজায় আগুন:জনমনে উদ্বেগ

একের পর এক আগুন জনমনে নানা প্রশ্ন:খতিয়ে দেখা জরুরি
সমর ভৌমিক,ঢাকা: ঢাকায় যেন আগুনের নগরীতে পরিণত হচ্ছে। একের পর এক আগুন লেগেই চলেছে। শুরুটা চকবাজারে কেমিক্যাল কারখানা থেকে। তারপর একে একে বনানী এমআর টাওয়ার, গুলসান, ধানমন্ডি, নিউমার্কেট, নারয়ানগঞ্জ জুটমিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি স্বজন থেকে শুরু করে দেশবাসি। এরই মধ্যে মতিঝিল সংলগ্ন পুলিশ প্লাজার ৭ম তলায় একটি দোকানে আগুন লাগে আজ ৩১ মার্চ সকালে। যদিও এতে প্রাণীর ঘটনা ঘটেনি।
তারপরও বিভিন্ন মহল এই অগ্নিকান্ডকে নানা ভাবে দেখছেন। নাশকতার ঘটনা ঘটছে কি-না, তা খতিয়ে দেয়ার কথা বলছেন সচেতন মহল।
জানা যায়, রোববার সকাল ১০টা ৬ মিনিটে পুলিশ প্লাজার একটি দোকানে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে নিজেরাই আগুন নিভিয়ে ফেলতে সমর্থ হয় তারা।
এরআগে শনিবার বিকেলে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার ৪৫ নম্বর সড়কে ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনের চতুর্থ তলায় একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একইদিনে ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে।
গত বৃহস্পতিবার বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ ৫ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার রাতে নারায়নগঞ্জের ফতুল্লায় একটি জুট মিল পুড়ে ভস্মিভুত হয়েছে।
বিষয়টি সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে।
বাংলাদেশ