অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে ঢাকা মট্রো ও বরিশালের মধ্যেকার ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্ট: বৃষ্টির কারণে মাঠ ভিজে থাকায় শামস্-উল-হুদা স্টেডিয়ামে তৃতীয় খেলায় ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের দ্বিতীয় দিনের ম্যাচ মাঠে গড়ায়নি। ফলে ক্রিকেটের আইন অনুযায়ী ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের মধ্যেকার ম্যাচ ড্র ঘোষণা করেছেন ম্যাচে দায়িত্বে থাকা আম্পায়াররা।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সোহেল মাসুদ হাসান টিটো বলেন, ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার বিভাগীয় পর্বের যশোর ভেন্যুর তৃতীয় খেলার প্রথম ইনিংসে ১৫৯ রান করে। জবাবে প্রথম দিন শেষে দুই উইকেটে ৭৬ রান করে বরিশাল। গতকাল দ্বিতীয় দিনের ম্যাচে খেলার কথা ছিলো বরিশাল বিভাগের। কিন্তু শনিবার ঝড় ও বৃষ্টি হওয়ার কারণে মাঠে পানি জমে থাকে। এই ম্যাচ পরিচালনা দায়িত্বে থাকা আম্পায়ার সাইদুর রহমান ও মুসা কাজিম বেলা সেরা ৩ টা পর্যন্ত মাঠ পর্যবেক্ষন শেষে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগীরে মধ্যেকার ম্যাচ ড্র ঘোষণা করেন।
খেলা